সেবা ও আবাসন খাত

প্রথম প্রান্তিকে অধিকাংশ কোম্পানির ব্যবসা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত সেবা আবাসন খাতের কোম্পানিগুলোর ব্যবসার পরিধি বেড়েছে। সময়ে বড় কোম্পানিগুলোর ব্যবসা বাড়ার পাশাপাশি কর-পরবর্তী নিট মুনাফায়ও প্রবৃদ্ধি হয়েছে। তবে ছোট কোম্পানির মুনাফা নিম্নমুখী দেখা গেছে।

দেশের পুঁজিবাজারে সেবা আবাসন খাতের চারটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। সেগুলো হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, শমরিতা হসপিটাল লিমিটেড সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এর মধ্যে সাইফ পাওয়ারটেক এখনো চলতি হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইস্টার্ন হাউজিংয়ের আয় হয়েছে ৩৩ কোটি ৪৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২৯ কোটি ৯২ লাখ টাকা। সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ৬৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে মুনাফা ছিল কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। ইপিএস বাড়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে তাদের ব্যবসা উল্লেখযোগ্য বাড়ার পাশাপাশি মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। ফলে সর্বশেষ সমাপ্ত প্রান্তিকে তাদের ইপিএসও বেড়েছে।

তালিকাভুক্ত সেবা আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্টের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত আয় হয়েছে ৪৭ কোটি ৫৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৪১ কোটি ৪৭ লাখ টাকা। সময়ে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ১৪ দশমিক ৬৯ শতাংশ। আয় বাড়ার পাশাপাশি আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১১৩ দশমিক ৬৫ শতাংশ। মূলত আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা বাড়ার পাশাপাশি আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে কমায় নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। 

সেবা আবাসন খাতের আরেক কোম্পানি শমরিতা হসপিটালের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় হয়েছে কোটি ২৯ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ১১ কোটি ৯৯ লাখ টাকা। সময়ে কোম্পানিটির আয় কমেছে ৩০ দশমিক ৮৬ শতাংশ। আয় কমার পাশাপাশি বিভিন্ন খরচ বৃদ্ধি পাওয়ায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হ্রাস পেয়েছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছিল কোটি লাখ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৮৬ দশমিক ৭৭ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা পয়সা।

সর্বশেষ প্রান্তিকে নিট মুনাফা তথা ইপিএস কমার কারণ হিসাবে শমরিতা হসপিটাল জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে তাদের ব্যবসা থেকে আয় কোটি ৭০ লাখ টাকা কমে গিয়েছে। এর পাশাপাশি তাদের প্রশাসনিক ব্যয় বেড়েছে ১৭ দশমিক ৮৭ শতাংশ। আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে যেখানে আয়ের ৩৭ দশমিক ৬৫ শতাংশ প্রশাসনিক ব্যয় হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সেখানে ৫৫ দশমিক ৫২ শতাংশ ব্যয় হয়েছে। এর পাশাপাশি কোম্পানিটির বিভিন্ন ধরনের উপকরণ ব্যয়ও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে। এসব কারণে সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটর মুনাফা হ্রাস পেয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন