১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

সেরা করদাতা হিসেবে ২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর সেরা করদাতাদের ট্যাক্স কার্ড প্রদানের জন্য গেজেট প্রকাশ করা হয়েছে।আজ বুধবার (২১ ডিসেম্বর) এনবিআর সূত্র থেকে এ তথ্য জানা যায়।

এ তালিকায় জাতীয় পর্যায়ের ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেয়া হয়ে থাকে

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকারভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।

আগামী বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন