পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেড ২০২০-২১ ও ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির সর্বশেষ আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারছেন না। পাশাপাশি তারা লভ্যাংশ থেকেও বঞ্চিত হচ্ছেন। আর্থিক প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে স্টক এক্সচেঞ্জে দৃশ্যমান কোনো কারণও দেখায়নি কোম্পানিটি।
তথ্যানুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি উদ্যোক্তা ও পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। যেখানে আগের বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫ পয়সা। ২০২০ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ টাকায়।
এর পরের অর্থাৎ ২০২০-২১ হিসাব বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি লিবরা ইনফিউশন। অবশ্য আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-সংক্রান্ত সভা গতকাল অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে আলোচ্য হিসাব বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন-সংক্রান্ত সভার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এছাড়া সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের বার্ষিক ও প্রান্তিক আর্থিক প্রতিবেদনও এখনো পর্যন্ত প্রকাশ করেনি কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন প্রকাশ না করার কারণ জানতে লিবরা ইনফিউশনসের কোম্পানি সচিব মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, সিকিউরিটিজ আইনে যথাসময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হলে কমিশন বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।
৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। ৩০ জুন ২০১৯ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫২১ টাকা।
২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল লিবরা ইনফিউশনস। ২০১৭ হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এছাড়া ২০১৬ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ ও ২০১৫ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনসের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৭ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৯২০। এর মধ্যে ৩৪ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩ দশমিক ১১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫২ দশমিক ৪৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লিবরা ইনফিউশনসের শেয়ার সর্বশেষ ৮৮৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭৪১ টাকা ও ১ হাজার ১৫৯ টাকা ৫০ পয়সা।