ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে আজ পুঁজিবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল) যদিও গত বুধবার থেকে কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

এরই মধ্যে আইপিও আবেদনকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার তাদের বেনিফেশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। এর আগে চলতি বছরের ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়।

আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের কোটি লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন