যৌথভাবে যুদ্ধবিমান বানাচ্ছে যুক্তরাজ্য, ইতালি ও জাপান

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

যৌথভাবে অত্যাধুনিক যুদ্ধবিমান বানানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য, ইতালি জাপান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্বলিত এ ফাইটার জেট নিয়ে তথ্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর বিবিসি।

টাইফুন জেটের স্থলাভিষিক্ত করতে নতুন এ যুদ্ধবিমান নিয়ে পরিকল্পনা করেছে দেশ তিনটি। ২০৩০ সালের দিকে এটি ব্যবহারোপযোগী হতে পারে।

নতুন এই জেট সর্বাধুনিক অস্ত্রসজ্জিত হবে। জেটটিকে তীব্র গতিসম্পন্ন করার পাশাপাশি স্বয়ংক্রিয় করারও পরিকল্পনা রয়েছে। পাইলটের সাহায্য ছাড়াই উড়ে গিয়ে হাইপারসনিক মিসাইল ছুড়তে পারবে।

ঋষি সুনাক বলেন, প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করা যৌথ এ উদ্যোগের লক্ষ্য।

প্রকল্পটি বাস্তবায়ন করতে সহযোগীদের সন্ধানে ছিল যুক্তরাজ্য। এ উদ্যোগে ইতালি আগে থেকেই সম্মত ছিল। নতুন করে জাপানের যুক্ত হওয়াকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের জন্য এ যুদ্ধবিমান চুক্তি শুধু নিরাপত্তা নয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশটির অস্ত্র রফতানির ব্যবসা আরো অগ্রসর হতে পারে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, নিরাপত্তাই তার সরকারের কাছে সবার আগে বিবেচ্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন