টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য আটকের পর সড়ক অবরোধ, ভাঙচুর

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

ছবি: বণিক বার্তা

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। এসময় টহলরত র‌্যাবের একটি গাড়িও ভাঙচুর চালিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম জানিয়েছেন, রাত ১২টায় সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এর আগে সড়কে টায়ার, কাঠ জ্বালিয়ে এ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

তিনি আরো জানান, সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইয়াবাসহ একজনকে আটক করেছে। এ ঘটনার জের ধরে ওই ব্যক্তি সমর্থিত লোকজন ও ইয়াবা কারবারিরা সড়ক অবরোধ করে। এ সময় টহলরত র‌্যাবের একটি গাড়ির কাঁচ ভাঙে তারা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার সার্কেলের পরিদর্শক নুরুল আলম জানিয়েছেন, ইয়াবাসহ বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন