জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

ফিচার প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সিনেশো-২০২২’। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আয়োজনে সমসাময়িক শিল্পমান সম্পন্ন দেশী ও বিদেশী বাংলা চলচ্চিত্র দেখানো হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ শোয়ের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সিনেশোটি চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। 

এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের মেন্টর ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক সামির আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এমন চলচ্চিত্রের প্রদর্শনী প্রতি মাসে একবার করা উচিত বলে আমি মনে করি।’ 

প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক নেহেরু রঞ্জন সরকার বলেন, ‘‌আমরা চাই যে মানুষ সিনেমার সঙ্গে থাকুক। সিনেমাকে ভালোবাসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার মাঝে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আমাদের এ আয়োজন।’

এ চলচ্চিত্র প্রদর্শনীতে থাকছে রায়হান রাফী নির্মিত ‘দামাল’, মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাস’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’, গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘গুণিন’ এবং তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’। এছাড়া কলকাতা থেকে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি নির্মিত ‘কালকক্ষ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এ নিয়ে ফিল্ম ক্লাবের সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল লক্ষ্য হলো সুষ্ঠু ধারার চলচ্চিত্রের দর্শক তৈরি করা। বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংস্কৃতি গড়ার জন্য বরাবরই আমরা সিনেশোর আয়োজন করি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন