৪৬ শতাংশ দর হারিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার গতকাল ৪৬ শতাংশ দর হারিয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট শেষে গতকাল লেনদেন শুরুর পর কোম্পানিটির শেয়ারে দর সংশোধন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রেকর্ড ডেটের আগে গত ডিসেম্বর ডিএসইতে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ছিল ৭৯৮ টাকা ২০ পয়সা। গতকাল লেনদেনের শুরুতে সমন্বয়ের পর কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৩৪ টাকায়। গতকাল ডিএসইতে কোম্পানিটির ৯১ হাজার ৮৬৯টি শেয়ার ৫৯৬ বার হাতবদল হয়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে সোনালী আঁশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বড় স্টক লভ্যাংশ বিতরণের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে তারা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্টক লভ্যাংশ কোম্পানিটির সংরক্ষিত আয় থেকে ঘোষণা করা হয়েছে। লভ্যাংশ ঘোষণার পরও কোম্পানিটির সংরক্ষিত আয় ইতিবাচক থাকবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল টাকা ১৩ পয়সা। বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৫৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৫ টাকা ৬৫ পয়সায়। ঘোষিত লভ্যাংশ আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বছরের ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ডিসেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন