গাজীপুরে তুলার গুদামে খুলনায় মার্কেটে আগুন

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর ও খুলনা

গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টায় এসবিএস টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানায় স্থায়ী অগ্নিনির্বাপক ব্যবস্থা পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা ১০ ঘণ্টা চেষ্টা করেও রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনের ঘটনায় মাওনা-শ্রীপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুরের কেওয়া নতুন বাজারের পূর্ব পাশে ভাংনাহাটি এলাকায় এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি কারখানার তুলার গুদামে বেলা সাড়ে ১১টায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি, কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওই সময় পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

কারখানার মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা আজমল হোসেন জানান, কারখানা থেকে প্রায় ৩০০ ফুট দূরে গুদামটির অবস্থান। এতে বিপুল পরিমাণ তুলা উৎপাদিত সুতা মজুদ ছিল। গতকাল বেলা সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। তবে কারখানায় অগ্নিনির্বাপণের স্থায়ী ব্যবস্থা ছিল কিনাএমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

এদিকে কারখানার পাশে এক্সিম ব্যাংকের এটিএম বুথ ছিল। আগুন লাগার খবর শুনে মাওনা এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক মোশারফ হোসেন সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বুথে থাকা ২৭ লাখ টাকা উদ্ধার করেন বলে জানা গিয়েছে।

এদিকে খুলনা নগরীর খাজা খানজাহান আলী হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের তিনটি দোকান পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাতে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদরের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে ওই মার্কেটের একটি কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি কসমেটিকসের দোকান, একটি তারের দোকান একটি রঙের দোকানসহ তিনটি দোকান পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

ফারুক হোসেন আরো জানান, খুলনার বড় বাজার আশপাশের মার্কেটগুলোয় অগ্নিনির্বাপণ সামগ্রী না থাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিস এসব মার্কেটে অগ্নিনির্বাপণ মহড়া চালাতে চাইলেও ব্যবসায়ীরা রাজি হন না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন