নতুন খসড়া আইন

নিউজ কনটেন্ট সরিয়ে দেয়ার হুমকি মেটার

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্লাটফর্ম থেকে সংবাদভিত্তিক সব ধরনের কনটেন্ট সরিয়ে দেয়ার হুমকি দিয়েছে মেটা। দেশটির সরকার নতুন খসড়া আইন প্রস্তাব করেছে, যেটা কার্যকর হলে স্থানীয় গণমাধ্যমগুলো ফেসবুকে শেয়ার হওয়া কনটেন্টের জন্য ফি আদায় করতে পারবে। আইন রুখতেই মেটার হুমকি। খবর বিবিসি।

গত বছর অস্ট্রেলিয়ায়ও একই ধরনের আইন পাস হয়েছিল। এরপর সেখানে স্বল্প পরিসরে সংবাদ প্রকাশ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। মেটা আরো জানায়, প্রকাশকরা তাদের স্বার্থের জন্যই প্লাটফর্মে সংবাদের বিষয়বস্তু শেয়ার করে। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানান, জাতীয় নিরাপত্তা আইনের অংশ হিসেবে কংগ্রেস যদি হঠকারী সাংবাদিকতা আইন পাস করে, তবে আমরা আমাদের প্লাটফর্ম থেকে সব সংবাদ মুছে দেয়ার কথা ভাবতে বাধ্য হব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন