ওয়াই সিরিজে ভিভোর নতুন স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক

ওয়াই সিরিজে তরুণদের জন্য নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ফিচারসহ বছরের শেষে ওয়াই০২এস এখন বাংলাদেশের বাজারে।

ওয়াই০২এস ডিভাইসটিতে দশমিক ৫১ ইঞ্চির ফুলভিউ এইচডিপ্লাস আইপিএস ডিসপ্লে প্যানেল দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১৬০০৭২০ পিক্সেল। ডিভাইসটিতে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে জিবি র্যাম ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটিতে হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে। ডিভাইসটিতে মেগাপিক্সেলের রিয়ার মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওয়াই২০ স্মার্টফোনটিতে ফেস বিউটি, টাইমল্যাপসসহ একাধিক ফিচার রয়েছে, যেগুলোর মাধ্যমে ছবি ভিডিও ধারণে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।

কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিকে ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি, জিপিএস, ওটিজি এফএম রয়েছে। ফ্লোরাইট ব্ল্যাক ভাইব্রেন্ট ব্লুদুই রঙে ভিভো ওয়াই০২এস ডিভাইসটি কেনা যাবে। ভিভোর যেকোনো অথরাইজড স্টোর বা ভিভোর -স্টোরে ১২ হাজার ৫৯৯ টাকায় স্মার্টফোনটি কেনা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন