পাঠক মত

ব্রাহ্মণপাড়া উপজেলার রাস্তা পাকা করা হোক

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা থেকে দুলালপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তা। বালিনা দক্ষিণ পাড়ার অবস্থা শোচনীয়। রাস্তার এক পাশে বড় পুকুর অন্য পাশে খাল, যে কারণে দুই দিকের পাড় ভেঙে যাচ্ছে। এখনই যদি মেরামত করা না হয় তাহলে রাস্তা বিলীন হয়ে যাবে, চরম দুর্ভোগে পড়বে স্থানীয় এলাকাবাসী। রাস্তা দিয়ে বালিনা, পোমকাড়া, শিঙ্গারছাড়া দুলালপুরের হাজার হাজার মানুষ যাতায়াত করে। রাস্তাঘাটগুলো সংস্কারের অভাবে খানাখন্দে জর্জরিত।

ছোট-বড় অসংখ্য গর্ত তো আছেই। স্থানীয় এলাকাবাসী, পথচারী যাত্রীরা প্রতিনিয়িত ভোগান্তির শিকার হচ্ছে। বৃষ্টি হলে রাস্তার মাঝখানে বড় গর্ত পরিণত হয়। এছাড়া বৃষ্টি হলেই গর্তে পানি আটকে থাকে দীর্ঘদিন। এতে যানবাহন দুর্ঘটনা শিকার হয়। অভিযোগ আছে, কাঁচা রাস্তা দিয়ে অনবরত বড় বড় ট্রাক চলাচল করে, যে কারণে আধাকাঁচা রাস্তাও মেরামত করে কূল পাচ্ছে না স্থানীয় ইউনিয়ন পরিষদ।

রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ সর্বসাধারণের বহুদিনের ভোগান্তি লাঘব হবে। তাই রাস্তাটি জনস্বার্থে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

 

সাকিবুল হাছান: সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন