৩০০ নতুন দোকান খোলার পরিকল্পনা আসডার

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যে ৩০০টি নতুন দোকান খোলার পরিকল্পনা করছে আসডা। এর মধ্য দিয়ে আগামী চার বছরে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। প্রতিষ্ঠানটি এখন মুদি দোকানের বাজারে অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে এবং প্রতিদ্বন্দ্বী সেইনসবারিকে সরিয়ে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম সুপারমার্কেট হয়ে উঠতে চায়। খবর দ্য গার্ডিয়ান।

বিলিয়নেয়ার ইসসা ব্রাদারস এবং প্রাইভেট ইকুইটি ফার্ম টিডিআর ক্যাপিটাল খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করছে। বর্তমানে শুধু দুটি জায়গায় আসডা এক্সপ্রেস স্টোরস রয়েছে। যার একটি বার্মিংহামের সুট্টন কোল্ডফিল্ডে এবং অন্যটি উত্তর লন্ডনের টট্টেনহাম হেলে।

এরই মধ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছরের অক্টোবরের মধ্যে ৩০টি নতুন দোকান খোলা হবে। আসডার সহপ্রধান মোহসিন ইসসা বলেন, আমাদের প্রবৃদ্ধি কৌশলের মূল অংশ হচ্ছে গ্রাহকদের আরো বেশি কেনাকাটার সুযোগ দেয়া যেন তারা যেখানে বসবাস করছে বা কাজ করছে সেখানেই কেনাকাটা করতে পারে। যুক্তরাজ্যের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশ গত ১২ মাসে ধরনের কনভেনিয়েন্স দোকানে গেছেন। বাজারে প্রবৃদ্ধির সম্ভাবনা খুব বেশি। সেখানে একই ছাদের নিচে গ্রাহকদের সেরা দামে বিভিন্ন ধরনের পণ্য সেবা দিতে আমরা আগ্রহী।

যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে সেইনসবারির দোকানের সমান হবে আসডার দোকানের সংখ্যা। সেইনসবারির অনেকগুলো সুপারমার্কেটের পাশাপাশি ৮০০টি ছোট দোকানও রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন