কলকাতায় মুক্তির দুই সপ্তাহ পর সারা ভারতে ‘হাওয়া’

বণিক বার্তা অনলাইন

ছবি: প্রযোজনা সংস্থা

সাম্প্রতিক বছরে বাংলাদেশে কলকাতার বড় বাজেট ও তারকাদের ছবি মুক্তি পেলেও উল্টোটা একদম বিরল। একাধিক সিনেমা নিয়ে সেখানকার দর্শক আগ্রহ দেখালেও যৌথ প্রযোজনা ছাড়া বড় কোনো নির্মাণ মুক্তি পায়নি। এখন শোনা যাচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে হালের ব্লকবাস্টার ‘হাওয়া’। এর দুই সপ্তাহ পর সারা দেশের দর্শক ছবিটি দেখতে পাবে।

এর আগে গত নভেম্বরে কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ ঘিরে রীতিমতো ‍উন্মাদনা তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা প্রেক্ষাগৃহের বাইরে ছবিটি দেখার জন্য লাইনে অপেক্ষা করেছেন দর্শক। সেই প্রত্যাশা মেটাতে প্রদর্শন সংখ্যাও বাড়াতে হয়।

ভারতে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির পরিবেশক হিসেবে রয়েছে নামি প্রতিষ্ঠান রিলায়্যান্স। সংস্থার কর্মকর্তা জে কে রায় আনন্দবাজার পত্রিকাকে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বলেন, ‘হ্যাঁ, ছবিটা এখানে মুক্তি পাচ্ছে। বিগত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’

এদিকে এক টুইট বার্তায় গতকাল রিল্যায়ান্সের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গ এবং ৩০ ডিসেম্বর সারা দেশে প্রদর্শিত হবে ’হাওয়া’।

আনন্দবাজার পত্রিকা জানায়, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার একদিন পরেই মুক্তি পাচ্ছে ‘হাওয়া। স্থানীয় ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, ওই সময়ে শহরে ছবি দেখার একটা ঝোঁক থাকে। প্রযোজক বিষয়টি মাথায় রেখেই ছবি মুক্তির এই কৌশল নিয়েছেন।

‘হাওয়া’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাফিজা তুষি, শরিফুল রাজসহ অনেকে। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে ১২০ দিন পার করেও প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় রেকর্ড ব্যবসা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন