চীনে আকরিক

লোহা আমদানিতে চাঙ্গা ভাব

বণিক বার্তা ডেস্ক

চীনে আকরিক লোহা আমদানি চাঙ্গা হয়ে উঠেছে। নভেম্বরে আমদানি আগের মাসের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। দেশটির শুল্ক বিভাগ গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বছর শেষ হওয়ার আগেই ধাতুটির মজুদ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, টালমাটাল পরিস্থিতিতে থাকা প্রপার্টি মার্কেটকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেবে বেইজিং। কারণে ইস্পাত উৎপাদনের প্রধান উপকরণটির চাহিদা আবারো ঊর্ধ্বমুখী হয়ে উঠবে।

শুল্ক বিভাগের দেয়া তথ্য বলছে, গত মাসে চীন সব মিলিয়ে কোটি ৮৮ লাখ ৫০ হাজার টন আকরিক লোহা আমদানি করেছে। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল কোটি ৪৯ লাখ ৮০ হাজার টন।

তবে গত বছরের একই সময়ের তুলনায় আমদানি এখনো নিম্নমুখীই। ওই সময় দেশটি ১০ কোটি ৫০ লাখ টন আকরিক লোহা আমদানি করেছিল, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

চীনের প্রপার্টি ডেভেলপারদের অনেকেই এরই মধ্যে ঋণখেলাপি হয়ে পড়েছেন। ফলে তারা অবকাঠামো নির্মাণ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। কারণে দুর্বল হতে শুরু করেছে ইস্পাতের চাহিদা। কিন্তু সম্প্রতি চীন সরকার তাদের সহায়তায় উদ্যোগ নিয়েছে, যা ইস্পাতের পাশাপাশি আকরিক লোহার চাহিদাও বাড়াচ্ছে।

এদিকে চলতি বছরের ১১ মাসে চীন ১০২ কোটি টন আকরিক লোহা আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি দশমিক শতাংশ কমেছে।

গত মাসে দেশটি ৫৫ লাখ ৯০ হাজার টন ইস্পাত পণ্য রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে। ওই সময় দেশটি ৪৩ লাখ ৬০ হাজার টন রফতানি করেছিল। বছরের ১১ মাাসে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে কোটি ১৯ লাখ ৫০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেশি।

এদিকে ২০২৩ সালে চীনের আকরিক লোহা উত্তোলন ২৩ কোটি ৮০ লাখ টনে পৌঁছাবে বলে জানিয়েছে বিনিয়োগ ব্যাংক অরিয়েন্ট সিকিউরিটিজ, যা আগের বছরের তুলনায় দশমিক শতাংশ বেশি। মূলত নতুন কিছু প্রকল্প চালু হওয়ায় উৎপাদন বাড়বে। ব্যাংকের এক গবেষক জানান, এতে দেশটির দীর্ঘমেয়াদে আকরিক লোহা কেনার হার অনেকাংশেই কমবে। বিশ্লেষকদের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে কভিড-১৯ মহামারী খনির নিরাপত্তাসংক্রান্ত কারণে শ্রমিকরা চ্যালেঞ্জের মুখে ছিল। সেই সঙ্গে প্রকল্পগুলোও পিছিয়ে যায়। যে কারণে চীনের আকরিক লোহা উত্তোলন অনেকটাই কমে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন