অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিকে স্বাস্থ্যসেবা দিতে পারবেন না চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর পরও কোনো চিকিৎসক অনিবন্ধিত প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা প্রদান করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেয়া হবে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মাজহারুল হক তপন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের পাঠানো বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, দেশের সব বেসরকারি ক্লিনিক/হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অনলাইন নিবন্ধন লাইসেন্স প্রক্রিয়ায় আনার চেষ্টা অব্যাহত আছে। অধিকাংশ ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের ডাটাবেজে অন্তর্ভুক্ত। সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের ডিসপ্লেতে তাদের লাইসেন্স নাম্বার প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়েছে। এতৎসত্ত্বেও কিছু বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আজ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না হয়ে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তাই চিকিৎসকদের কোনো হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রদানের আগে সেই হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন সম্পর্কে নিশ্চিত হতে নির্দেশ প্রদান করা হলো।

এতে আরো জানানো হয়, নিবন্ধনহীন হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রদানের দায়দায়িত্ব সেই চিকিৎসকের ওপর বর্তাবে এবং স্বাস্থ্য অধিদপ্তর বিষয়ে অবহিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। বিষয়টি সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের নিজ নিজ প্রধানকে অধীনস্থ সবার দৃষ্টিগোচরে আনারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত আগস্টে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেছিলেন, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করেনি কিংবা আবেদন করেও যারা নিবন্ধন পায়নি তারা হাসপাতাল কিংবা ক্লিনিক চালাতে পারবে না। অনিবন্ধিত প্রতিষ্ঠানে কোনো চিকিৎসক কাজ করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

এরপর কিছু অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে অনেক প্রতিষ্ঠানকে সিলগালাও করে দেয়া হয়।

তবে অনিবন্ধিত সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে পারেনি অধিদপ্তর। গত ৩০ নভেম্বর রাজধানীর মিরপুরের আলম মেমোরিয়াল হাসপাতালে অপচিকিৎসার কারণে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই হাসপাতালের বৈধ নিবন্ধন ছিল না। এরপর ডিসেম্বর হাসপাতালটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। যে চিকিৎসকদের অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে তারা সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি স্বাস্থ্য অধিদপ্তরকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন