৯৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলার বড় শশী এলাকা থেকে কষ্টিপাথরের বিশাল এক মূর্তি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মালকাডাঙ্গা বিওপির টহল দল বেতবাড়ী সরদারপাড়া গ্রামের বাংলাদেশ সীমানা থেকে এটি উদ্ধার করে। ৯৩ কেজি ১০০ গ্রাম ওজনের মূর্তিটি সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এর আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। সময় বেতবাড়ী সরদারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। বর্তমানে সেটি নীলফামারীতে ৫৬ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে সংরক্ষিত আছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন