শুটিং শেষ, চলছে কাজল রেখার পোস্টপ্রডাকশন

সাবিহা জামান শশী

কিছুদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্য ও চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ‘কাজল রেখা’ সিনেমার শুটিং শেষ করেছেন। মৈমনসিংহ গীতিকার ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। এটি মূলত একটি রূপকথার গল্প, যা ৪০০ বছর আগের কাহিনী। এখন চলছে এর পোস্টপ্রডাকশন। গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। তবে কি এটা কাজল রেখার পোস্টার? এ নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন এ নির্মাতা। তিনি বলেন, ‘‌না, এটা পোস্টার না। কাজল রেখার পোস্টপ্রডাকশন চলছে, এটা মানুষকে জানান দিতেই ছবিটি পোস্ট করা। এখনো আমরা পোস্টার নির্মাণকাজ শুরু করিনি। শুটিং শেষ, এখন পোস্টপ্রডাকশন যত দ্রুত সম্ভব শেষ করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়ার চেষ্টা করব। ছাড়পত্র পেলেই আমরা সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করব।’

নেত্রকোনার দুর্গাপুরে কাজল রেখার শুটিং হয়েছে। এ নিয়ে নির্মাতা বলেন, ‘নেত্রকোনার দুর্গাপুরে যেখানে আমরা সিনেমাটির শুটিং করেছি, এটা গারো ও হাজংদের অঞ্চল। ৭০-৮০ জন গারো ও হাজং মিলে কাজল রেখার সেট তৈরি করেছেন। এটা আসলে মহাযজ্ঞ। কাজল রেখা আমার করা এ যাবৎকালের সবচেয়ে বড় প্রজেক্ট। কাজল রেখার সেটে আমরা ওই সময়ের ঘটনা তুলে ধরেছি। আমরা যে রকম ঘরবাড়িতে থাকতাম, সেটাই দেখিয়েছি। ইংরেজ, মোগল ও তুর্কিরা না এলে যেভাবে আমাদের আর্কিটেকচার ডেভেলপ করতাম, সেটা মাথায় রেখেই সেট তৈরি করেছি।’

কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কংকন দাসী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরীফুল রাজ। বিভিন্ন চরিত্রে রয়েছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। গত এপ্রিলে শুরু হয়েছিল কাজল রেখার শুটিং। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। 

সিনেমা ছাড়াও এ নির্মাতার সঙ্গে বণিক বার্তার কথা হয় বিশ্বকাপ নিয়ে। আর্জেন্টিনা সমর্থক সেলিম এ নিয়ে বলেন, ‘‌তারা ভালো খেলছে। আর মেসির কথা কী আর বলব, দুর্দান্ত খেলছে এ বিশ্বকাপেও। ব্রাজিলও খুব লড়ছে এবার। শেষ ম্যাচে তো তারা খুব ভালোভাবে দক্ষিণ কোরিয়াকে হারাল। এশিয়ার আর কেউ থাকল না। আমার বাসার আমরা সবাই আর্জেন্টিনার সমর্থক। তবে যে দলকেই সমর্থন করি না কেন, ভালো ফুটবল খেলোয়ারদের জয় হোক এটাই চাই। কোনো দল সমর্থন করা নিয়ে রেষারেষি আমার একদমই পছন্দ নয়। অন্য দলের সাপোর্টারদের মাঝে রেষারেষির কোনো দরকার নেই।’

আগামী বছর কাজল রেখা দিয়েই সূচনা করতে যাচ্ছেন সেলিম। ২০০৯ সালে তিনি নির্মাণ করেন তার প্রথম সিনেমা মনপুরা। চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি অভিনীত সিনেমাটি সে সময়ে দর্শককে হলে ফিরিয়ে এনেছিল। চলতি বছর মুক্তি পেয়েছে সেলিমের দুই সিনেমা। এর মধ্যে গত ১১ মার্চে মুক্তি পেয়েছে পরীমনি-শরিফুল রাজ অভিনীত গুণিন। অন্যদিকে গত ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পাপ পুণ্য। এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান ও মামুনুর রশীদসহ আরো অনেকে। সিনেমাটি দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে পাপ পুণ্য। এ উপলক্ষে গোয়ায় অংশ নিয়েছিলেন সেলিম, তার সঙ্গে ছিল চঞ্চল চৌধুরী ও আফসানা মিমি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন