মন্দার ঝুঁকির মধ্যেও মার্কিন পরিষেবা কার্যক্রমে উল্লম্ফন

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফ্রাঙ্কলিন স্ট্রিটের একটি রেস্তোরাঁ ছবি: এপি

নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরিষেবা খাতের কার্যক্রম অপ্রত্যাশিতভাবে বেড়েছে। খাতের কর্মসংস্থানেও শক্তিশালী পুনরুদ্ধার হয়েছে। তথ্য দেশটির অর্থনীতিতে গতি অব্যাহত থাকার চিত্র তুলে ধরেছে। মার্কিন অর্থনৈতিক কার্যক্রমে পরিষেবা খাতের অবদান দুই-তৃতীয়াংশেরও বেশি। যদিও উচ্চ মূল্যস্ফীতি ক্রমবর্ধমান সুদের হার বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে অন্ধকার ছায়া ফেলেছে। আগামী বছর মার্কিন অর্থনীতি মন্দায় পড়বে বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। খবর রয়টার্স।

গত সোমবার প্রকাশিত ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের (আইএসএম) একটি জরিপ অনুসারে, নভেম্বরে মজুরি বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের বৃদ্ধিও শক্তিশালী রয়েছে। ভোক্তাদের ব্যয়ও অক্টোবরে দৃঢ়ভাবে বেড়েছে। যদিও এসব তথ্য ইঙ্গিত দেয়, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আগ্রাসীভাবে সুদের হার বৃদ্ধির পদক্ষেপ অব্যাহত রাখবে। এমনকি ফেডারেল রিজার্ভ বেঞ্চমার্ক সুদহার শতাংশের ওপরে তুলতে পারে বলেও মনে করা হচ্ছে। এখন পর্যন্ত চলতি বছর ছয়বার হার বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধির পদক্ষেপ আশির দশকের পর থেকে দ্রুততম।

কানাডাভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান বিএমও ক্যাপিটাল মার্কেটসের অর্থনীতিবিদ প্রিসিলা থিয়াগামুর্তি বলেন, নভেম্বরে পরিষেবা খাতের তথ্যগুলো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য ভালো খবর। তবে এটি অর্থনীতিতে চাহিদা মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য নিয়ে ফেডারেল রিজার্ভের প্রচেষ্টার জন্য দুর্দান্ত নয়। তথ্য কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি কঠোর করার পদক্ষেপ ত্বরান্বিত করতেও প্ররোচিত করতে পারে।

আইএসএম জানিয়েছে, উৎপাদন বহির্ভূত খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) গত মাসে ৫৬ দশমিক পয়েন্টে উন্নীত হয়েছে। অক্টোবরে সূচক ৫৪ দশমিক পয়েন্টে ছিল। নভেম্বরে খাতটির ব্যবসায়িক কার্যক্রম ১১ মাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। খাতের কার্যক্রম শক্তিশালী এবং চাহিদা ক্রমবর্ধমান থাকার কথা জানিয়েছে খাতসংশ্লিষ্টরা। পিএমআই ৫০ পয়েন্টের ওপরে সম্প্রসারণ এবং এর নিচে সংকোচনের চিত্র তুলে ধরে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা পরিষেবা খাতের পিএমআই ৫৩ দশমিক পয়েন্টে নেমে আসার পূর্বাভাস দিয়েছিলেন। যদিও রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল নভেম্বরে খাতের কার্যক্রম সংকোচনের কথা জানিয়েছিল।

নিউইয়র্কের সিটি গ্রুপের অর্থনীতিবিদ ভেরোনিকা ক্লার্ক বলেন, মার্কিন অর্থনীতির কার্যক্রম এখনো শক্তিশালী বলেই মনে করছি। তাছাড়া আমরা এসঅ্যান্ডপি গ্লোবালের চেয়ে আইএসএমের তথ্যকে বাস্তব কার্যক্রমের একটি ভালো সূচক হিসেবে দেখি।

চলতি বছর ফেডারেল রিজার্ভ নীতি সুদহার শূন্যের কাছাকাছি থেকে ৩৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দশমিক ৭৫ থেকে শতাংশ রেঞ্জে উন্নীত করেছে। গত মাসে নির্মাণ, স্বাস্থ্যসেবা সামাজিক সহায়তা, খুচরা বাণিজ্য, পেশাদার পরিষেবা নেটওয়ার্ক, বৈজ্ঞানিক প্রযুক্তিগতসহ ১৩টি পরিষেবা শিল্প কার্যক্রম বাড়ার কথা জানিয়েছে। তবে পাইকারি বাণিজ্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সহায়তা পরিষেবাগুলোর কার্যক্রম সংকুচিত হয়েছে।

পেশাগত, বৈজ্ঞানিক প্রযুক্তিগত পরিষেবা সংস্থাগুলো উল্লেখ করেছে, কর্মসংস্থানের সুযোগ নিম্নমুখী থাকলেও তা বৃদ্ধির সুযোগ রয়ে গিয়েছে। সংস্থাগুলো জানিয়েছে, প্রতিভাবান কর্মীদের চাহিদা এখনো বেশি এবং তাদের প্রাপ্যতার হার এখনো খুব কম। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাকে স্থিতিশীল হিসেবে প্রতিবেদন দিয়েছে। পাইকারি বিক্রেতারা জানিয়েছে, গত মাসে অক্টোবরের তুলনায় বিক্রির পরিমাণ কমেছে বলে মনে হচ্ছে। যদিও বছরওয়ারি হিসাবে বিক্রি বৃদ্ধি অব্যাহত। পরিবহন গুদামজাতকারী সংস্থাগুলো কর্মী পেতে হিমশিম খাচ্ছে।

নভেম্বরের অর্থনৈতিক তথ্য আশাবাদ জাগিয়েছে, ২০২৩ সালের অর্থনৈতিক মন্দা সংক্ষিপ্ত মৃদু হবে। কিছু অর্থনীতিবিদ এমনও বলেছেন যে মন্দা এড়ানো যেতে পারে। তবে প্রবৃদ্ধি তীব্রভাবে মন্থর হবে। পাশাপাশি খাতটিতে এমন উল্লম্ফন ইঙ্গিত দেয় ভোক্তা ব্যয় পণ্য থেকে পরিষেবায় স্থানান্তরিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন