এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে পেপসিকো

বণিক বার্তা ডেস্ক

টুইটার, ফেসবুক গুগলের পর এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে পেপসিকো। উত্তর আমেরিকায় কয়েকশ কর্মীকে অব্যাহতি দিতে যাচ্ছে মার্কিন কোমল পানীয় জায়ান্টটি। পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্র এবং প্রতিষ্ঠানটির মেমোর বরাত দিয়ে খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সিএনবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগো, প্ল্যানো টেক্সাসে পেপসিকোর খাদ্য কোমল পানীয় ব্যবসায় যুক্ত কর্মীরা ছাঁটাইয়ের মুখোমুখি হবেন। পাশাপাশি নিউইয়র্কের পারচেজের মতো শহরগুলোর কর্মীরা ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন।

কোমল পানীয় ছাড়াও গ্যাটোরেড পানীয়, স্ন্যাকস ওটস খাবার বিক্রি করে পেপসিকো। সংস্থাটির স্ন্যাকস ইউনিটে এরই মধ্যে স্বেচ্ছা অবসর কার্যক্রম শুরু হয়েছে। অবস্থায় পানীয় ইউনিটে কর্মী কমানো নিয়ে আরো চাপ তৈরি হয়েছে।

কর্মী ছাঁটাই নিয়ে প্রতিষ্ঠানটি সিএনবিসির মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত বছরের ২৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে পেপসিকোর লাখ হাজার কর্মী ছিল। এর মধ্যে ৪০ শতাংশ কর্মীই যুক্তরাষ্ট্রে।

এদিকে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিলেও গত অক্টোবরে পুরো বছরের আয় মুনাফার পূর্বাভাস বাড়িয়েছিল পেপসিকো। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, চলতি বছর অধিগ্রহণ, অবসায়ন বৈদেশিক বিনিময় হারের প্রভাব বাদ দিয়ে হিসাব করা অর্গানিক আয় ১২ শতাংশ বাড়বে। এর আগে ১০ শতাংশ অর্গানিক আয় বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিল। পাশাপাশি শেয়ারপ্রতি মুনাফা আগের শতাংশের পরিবর্তে এখন ১০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। যদিও ফ্রিটো-লের মতো কয়েকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছে পেপসিকো।

উচ্চ মূল্যস্ফীতি ক্রমবর্ধমান সুদের হারের মধ্যে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে ব্যয়ে লাগাম টানছেন ভোক্তারাও। সব মিলিয়ে লোকসানের আশঙ্কায় ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে বৈশ্বিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। গত কয়েক মাসে টুইটার, ফেসবুক, গুগল অ্যামাজনের পাশাপাশি মিডিয়া খাতের প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে কর্মী ছাঁটাই করেছে। বিয়োন্ড মিট, ইম্পসিবল ফুডস এবং পেপসিকোর প্রধান প্রতিদ্বন্দ্বী কোকা-কোলাসহ বেশকিছু খাদ্য পানীয় প্রতিষ্ঠান কর্মী বহর কমিয়ে আনছে। গত মাসে কোক জানিয়েছিল, স্বেচ্ছায় কর্মীদের চাকরি ছাড়ার কার্যক্রম গ্রহণ করা হবে।

নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। কয়েক প্রান্তিক ধরে আয় কমে যাওয়ায় ১৩ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি টুইটার অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটিতে গণছাঁটাই শুরু করে বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক। গত মাসের শেষ দিকে গুগলেরও কর্মী কমানোর পরিকল্পনা সামনে আসে। পরিকল্পনা অনুসারে, সার্চ জায়ান্টটি আগামী বছরের শুরুর দিকে প্রায় ১০ হাজার কর্মীকে অব্যাহতি দিতে যাচ্ছে। সময়ে -কমার্স জায়ান্ট অ্যামাজনও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন