জমে থাকা গ্যাসে বিস্ফোরণ: স্ত্রীর মৃত্যু, স্বামী-দুই সন্তান দগ্ধ

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

ছবি: বণিক বার্তা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় বিস্ফোরণে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন গৃহবধূ আফরোজা আক্তার (৩৮) গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গিয়েছেন।

গতকাল ভোরে গোদনাইলের উত্তর ধনকুন্ডা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ অন্যরা হলেন মো. জসিম (৪৫), তার মেয়ে জয়া আক্তার (১৩) ও ছেলে জুনায়েদ (৭)।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

পুলিশ জানায়, গতকাল ভোরে গৃহবধূ আফরোজা রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সময় ম্যাচের কাঠি জ্বালতেই রুমের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এতে দগ্ধ হন পরিবারের চারজন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতে রান্নাঘরে গ্যাসের চুলার চাবি খোলা ছিল। তখন গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও পরে গ্যাস আসে এবং জমা হয়। ভোরে ম্যাচের কাঠি জ্বালাতেই বিস্ফোরণ হয়। এ ঘটনায় গৃহবধূর শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। তিনি হাসপাতালে মারা গিয়েছেন।

এ ঘটনায় নিহতের স্বামী ও এক সন্তানের অবস্থাও গুরুতর। অন্য সন্তানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত আফরোজার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন