মার্কিন ত্রাণ তহবিল থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছে চীনা হ্যাকাররা

বণিক বার্তা অনলাইন

ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

সাইবার হামলার শিকার হয়েছে মার্কিন করোনা সহায়তা তহবিল। এর মাধ্যমে চীনা হ্যাকাররা অন্তত কয়েক লাখ ডলার ত্রাণের অর্থ চুরি করে নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) দেশটির গোয়েন্দা কর্তৃপক্ষ এ তথ্য জানায়। অবশ্য এর বেশি বিস্তারিত তথ্য দেয়নি।

তবে এনবিসি নিউজের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা হ্যাকারদের দলটি ‘‌এপিটি ৪১’ বা ‘‌উইনতি’ নামে পরিচিত। বিধ্বংসী এ সাইবার অপরাধী গোষ্ঠী অতীতেও বিভিন্ন রাষ্ট্রীয় সাইটে হামলা চালিয়ে অর্থ লোপাটসহ নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে।

এর আগে ২০১৯ ও ২০২০ সালে হ্যাকার দলটির কয়েক সদস্যের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। টেলিকমিউনিকেশন, ভিডিও গেম, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ফার্মসহ শতাধিক প্রতিষ্ঠানে গুপ্তচরবৃত্তির জন্য তাদের অভিযুক্ত করা হয়।

ওই সময় যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফরি রোজেন বলেন, হ্যাকাররা বিভিন্ন দেশের কম্পিউটার হ্যাক করে তথ্য চুরি করছে। এ সব তথ্য চীন সরকারের কাজে লাগছে। আর এ কারণেই দেশটির কমিউনিস্ট সরকার সাইবার অপরাধীদের মদদ দিচ্ছে।

তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনের চীনা দূতাবাস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন