রাজবাড়ীতে ২ টন ভেজাল সার জব্দ জেল-জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে দুই টন ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের শরীফ শেখের বাড়িতে নকল সার কারখানায় অভিযান চালানো হয়েছে। সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে লাখ জরিমানা ১৫ দিনের কারাদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শরীফ ওই গ্রামের দলিল উদ্দীন শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, শরীফ শেখ নিজের বাড়িতে দীর্ঘদিন নামিদামি কোম্পানির প্যাকেট ব্যবহার করে ভেজাল সার তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সময় বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুই টন ভেজাল সার জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন