
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর কোনো কারণ ছাড়াই বাড়ছে। কোম্পানিটির সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল কোম্পানিটি জানায় এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ৩১ অক্টোবর ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২০৫ টাকা ৩০ পয়সা। এর পর থেকেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী।
সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৯৪ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এপেক্স ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সায়। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৬৯ পয়সায়।