
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে (সিএমএসএফ) তিন বছর বা তার অধিক সময়ে প্রায় ৮ কোটি টাকার অবণ্টিত লভ্যাংশ জমা দেয়নি তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষক হোসাইন ফরহাদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ মতামত দিয়েছেন।
তথ্য অনুসারে, তিন বছর বা তার অধিক সময়ে কনফিডেন্স সিমেন্টের ঘোষিত অবণ্টিত লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা। এ লভ্যাংশ সিএমএসএফে জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়নি কোম্পানিটি। আর সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কাছে ৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৩৪৬ টাকা অবণ্টিত লভ্যাংশ রয়েছে।