ক্রোয়েশিয়া-বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াই আজ

বণিক বার্তা অনলাইন

কাতার বিশ্বকাপের 'এফ' গ্রুপে বিদায়ের শঙ্কা মাথায় নিয়ে ক্রোয়েশিয়া-বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াই আজ। গ্রুপে চার দলের মধ্যে কেবল বিদায় হয়েছে কানাডার। বাকি তিন দলের ভাগ্য নির্ধারণ হবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায়। এক ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-বেলজিয়াম, অন্যটিতে মরক্কো-কানাডা।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে লড়বে ক্রোয়েশিয়া-বেলজিয়াম। এ ম্যাচটি ড্র করতে পারলেই নকআউটে নাম লেখাবে এরই মধ্যে ৪ পয়েন্ট জোগাড় করা ক্রোয়েশিয়া। অন্যদিকে ৩ পয়েন্ট পাওয়া বেলজিয়ামের পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে। হারলে বিদায়, ড্র করলে তাকিয়ে থাকতে হবে মরক্কো-কানাডা ম্যাচের দিকে।

কানাডার কাছে আজ মরক্কো হেরে গেলে ৪ পয়েন্ট নিয়েও বাদ পড়ার শঙ্কায় পড়তে পারে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়া-বেলজিয়ামের ম্যাচ ড্র হলে বেলজিয়ামের সমান ৪ পয়েন্ট হবে মরক্কোর। হিসেব আসবে গোল ব্যবধানের।

ক্রোয়েশিয়ার বিপক্ষে বেলজিয়াম জিতলে ৬ পয়েন্ট নিয়ে তারাই উঠবে নকআউটে। তখন ক্রোয়েশিয়ার তাকিয়ে থাকতে হবে মরক্কো-কানাডার ম্যাচের দিকে। মরক্কো জিতে গেলে তখন তারা ৭ পয়েন্ট নিয়ে নকআউটে উঠবে, বিদায় হয়ে যাবে ক্রোয়েশিয়ার। ড্র করলেও মরক্কো ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়পর্বে নাম লেখাবে। তবে মরক্কো আর ক্রোয়েশিয়া দুই দলই হারলে, বেলজিয়াম উঠবে নকআউটে। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে নকআউট উঠবে মরক্কো বা ক্রোয়েশিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন