কাশ্মীর ফাইলসকে ‘প্রপাগান্ডা’ বললেন ইসরায়েলি পরিচালক

ফিচার ডেস্ক

সিনেমা হলে ' দ্য কাশ্মীর ফাইলস ' - এর ব্যানার

ভারতের গোয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। সোমবার এর সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভাগের জুরি প্রেসিডেন্ট ইসরায়েলি নির্মাতা নাদাভ লেপিড বোমা ফাটিয়েছেন! তিনি বলেছেন, বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি ‘একটি প্রপাগান্ডা’ ও স্থুল ছবি। 


নাদাভ লেপিড যখন এসব বলছেন, তখন দর্শক সারিতে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। নাদাভের ভাষায়, জুরি বোর্ডের সব সদস্যই বিবেক অগ্নিহোত্রীর

সিনেমাটি দেখে বিরক্ত ও বিচলিতবোধ করেছেন। উল্লেখ্য, নব্বইয়ের দশকে কাশ্মীর থেকে পণ্ডিত সম্প্রদায়ের বিতাড়িত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দ্য কাশ্মীর ফাইলস। লেপিড অনুষ্ঠানে বলেছেন, ‘‌আমাদের কাছে মনে হয়েছে, এটা একটা প্রপাগান্ডা ও স্থুল ছবি। এ রকম একটা সিনেমা এ মর্যাদাপূর্ণ উৎসবের শৈল্পিক প্রতিযোগিতা বিভাগের জন্য উপযুক্ত নয়। কথাগুলো আমি এখানে সবার সামনেই বললাম, কারণ আশা করি এ উৎসবে সমালোচনা গ্রহণের জায়গা রেখেছে এবং তা আমাদের শিল্প ও জীবনের জন্য খুবই জরুরি।’

 নাদাভ লেপিড ছাড়াও জুরি বোর্ডে আরো ছিলেন আমেরিকান প্রযোজক জিংকো গোটোহ, ফরাসি ফিল্ম এডিটর প্যাসকেল শ্যাভাঁ, ফরাসি প্রামাণ্যচিত্র নির্মাতা হাভিয়ে বারতুরে এবং ভারতীয় পরিচালক সুদীপ্ত সেন। লেপিড আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা, তার সিনোনেমস ও আহাদ’স নি সিনেমা দুটি দুনিয়ার বড় বড় চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে। 

এদিকে নাভাদের মন্তব্যে খেপেছেন কাশ্মীর ফাইলস সংশ্লিষ্টরা। এ সিনেমার অন্যতম অভিনেতা অনুপম খের। তিনি শিন্ডলার্স লিস্ট সিনেমার একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, মিথ্যা যত প্রবল হোক না কেন, সত্যের সামনে তা ছোট হয়ে যায় না। উল্লেখ্য, শিন্ডলার্স লিস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনের ওপর নির্মিত বিশ্বখ্যাত সিনেমা। কাশ্মীর ফাইলস সিনেমাটি শুরু থেকেই সাম্প্রদায়িক বচসাকে উসকে দিয়েছে। এখনো ক্রিয়া-প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, সে রেশ এখনো কাটেনি। সিনেমার আরেক অভিনেতা দর্শন কুমার বলেছেন, ‘‌কাশ্মীর ফাইলসে যা দেখানো হয়েছে, তা সত্য।’ অন্যদিকে স্বরা ভাস্কর লেপিডের পক্ষ নিয়েছেন। বলিউডে গত কয়েক বছরে যে রাজনৈতিক অবস্থানগত দলাদলি তীব্র হয়েছে, তার ধারাবাহিকতা এখানেও

দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে, এ বিতর্কে আরো অনেকেই ধীরে ধীরে যোগ দেবেন। 

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় এবার উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় তারকারা। তাদের মধ্যে ছিলেন চিরঞ্জীবী, আয়ুশমান খুরানা, আশা পারেখ, প্রসেনজিৎ চ্যাটার্জী, শারমান জোশি, মানুষি চিলার, এশা গুপ্তা ও রানা দুগ্গাবতি।



সূত্র: স্ক্রলডট ইন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন