টিকাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি

দেয়া হতে পারে করোনা টিকার চতুর্থ ডোজ

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের টিকা কার্যক্রমে চতুর্থ ডোজ প্রয়োগের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের আলোচনা চলছে। মূলত করোনার টিকা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বা ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (নাইট্যাগ) পক্ষ থেকে ধরনের সুপারিশ করা হয়েছে। কমিটি সুপারিশ করেছে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি গর্ভবতীদের টিকার চতুর্থ ডোজ দেয়ার। রাজধানীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যালয়ে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (মা, নবজাতক, শিশু কৈশোর স্বাস্থ্য) ডা. শামসুল হক।

ডা. শামসুল জানান, করোনা টিকার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে নাইট্যাগ। টিকা দেয়ার জন্য সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। সরকার সিদ্ধান্ত নিলে ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী সম্মুখসারির করোনা যোদ্ধাদের শিগগিরই টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু হবে।

ইপিআই জানিয়েছে, শুরু থেকে পর্যন্ত দেশের মোট জনগোষ্ঠীর ৮৭ শতাংশ মানুষ প্রথম ডোজের করোনার টিকা পেয়েছে। ৭৩ শতাংশ দ্বিতীয় বুস্টার বা তৃতীয় ডোজ পেয়েছে ৫২ শতাংশ মানুষ। অবস্থায় সরকার আজ ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পরিচালনা করবে বিশেষ টিকা ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মাধ্যমে ৯০ লাখ মানুষকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ক্যাম্পেইনে শুধু দ্বিতীয় বুস্টার ডোজ দেয়ার কথা বলা হয়েছে।

এদিকে করোনা টিকার প্রথম ডোজের প্রয়োগ আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে সরকার। তবে যৌক্তিক কারণ দেখিয়ে যে কেউ প্রথম ডোজের টিকা নিতে পারছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

ডা. মো. শামসুল হক আরো জানান, টিকাদান কর্মসূচি চলবে - ডিসেম্বর পর্যন্ত। টিকা নেয়া থেকে বাদ পড়া ব্যক্তিদের টিকার আওতায় আনাই কর্মসূচির লক্ষ্য। সারা দেশের ১৫ হাজার ৯৮৪টি কেন্দ্রের মাধ্যমে সময়ে প্রায় ৯০ লাখ ডোজ টিকা দেয়ার লক্ষ্য রয়েছে।

সারা দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন এবং মেডিকেল কলেজ জেলা হাসপাতালে কর্মসূচি চলার কথা জানিয়ে শামসুল হক বলেন, সাতদিনে ছয়টি কর্মদিবস পড়বে। দুই ভাগে আমরা ভাগ করেছি। প্রথম দিন প্রচার হবে, পরের দিন ওই এলাকায় টিকা দেয়া হবে। তিনদিন প্রচার, তিনদিন টিকাদান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন