দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করবে এফবিসিসিআই

বেসরকারি খাতের ব্যবসা-বাণিজ্যে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি পালন করে থাকে এফবিসিসিআই। ধারাবাহিকতায় চলতি বছরও দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

গতকাল সকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ত্রাণ পুনর্বাসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় জেলা চেম্বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা দেশে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা। বিতরণের সময় উত্তরাঞ্চলের জেলাগুলোকে প্রাধান্য দেয়ার পরামর্শও দেন তারা।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানান, দেশে শীতবস্ত্র বিতরণে জেলা চেম্বারের পাশাপাশি এবার বেশকিছু অ্যাসোসিয়েশনকেও সংযুক্ত করা হবে। শীতবস্ত্র বিতরণের পরিমাণ বাড়াতে পোশাক সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোর প্রতি সহায়তার আহ্বান জানান এফবিসিসিআইয়ের পরিচালকরা।

এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, এফবিসিসিআই হয়তো দেশের সব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারবে না, সে সক্ষমতা নেই সংগঠনের। তবে জেলা চেম্বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করলে দেশের অন্য ব্যবসায়ীরা উৎসাহিত হবে। ধীরে ধীরে সব ব্যবসায়ী এগিয়ে আসবে ধরনের সামাজিক কার্যক্রমে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন