টানা তৃতীয় অর্থবছরে লোকসান গুনেছে ইজিজেট

বণিক বার্তা ডেস্ক

টিকেট বুকিং ইতিবাচক অবস্থায় ফিরে আসায় লোকসান কমেছে ইজিজেটের। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ স্বল্প-ব্যয়ের এয়ারলাইনসটি জানিয়েছে, সেপ্টেম্বরে শেষে হওয়া অর্থবছরে ইজিজেটের লোকসান দাঁড়িয়েছে ১৬ কোটি ৯০ লাখ পাউন্ড বা ২০ কোটি ৩০ লাখ ডলারে। নিয়ে টানা তৃতীয় অর্থবছরে লোকসান গুনল উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি। খবর দ্য ন্যাশনাল।

ইজিজেট জানায়, ২০২০-২১ অর্থবছরে সংস্থাটির নিট লোকসান হয়েছিল ৮৫ কোটি ৮০ লাখ পাউন্ড। সে হিসাবে ২০২১-২২ অর্থবছরে লোকসানের পরিমাণ অনেক কমেছে। এয়ারলাইনসটির প্রধান নির্বাহী জোহান লুন্ডগ্রেন জানান, ইজিজেট কঠিন সময়ে ভালো উন্নতি করেছে। গ্রীষ্মে রেকর্ড সংখ্যক যাত্রী বহন করা হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে বড় অংকের মুনাফার দেখা পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাজেট এয়ারলাইনসটি প্রধানত ইউরোপে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। গ্রীষ্মে বিমানবন্দরে বিশৃঙ্খলার সময়ে ইজিজেটের ফ্লাইট বাতিলসহ যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়া ঘটনা ঘটেছিল। ওই মুহূর্তে যাত্রীদের মানসিক পরিস্থিতি ঠিক রাখতে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি অতিরিক্ত কর্মী নিয়োগসহ একটি হটলাইন চালু করে। যার মাধ্যমে যাত্রীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল।

২০২০ সালে মহামারী বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ায় বৈশ্বিক এভিয়েশন খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে যায়। হাজার হাজার কর্মী চাকরি হারায়। সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। আগামী বছর বৈশ্বিক এয়ারলাইনস খাত মুনাফায় ফিরবে বলেও আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন