কার্বন রাজস্ব হিসেবে বৈদেশিক মুদ্রা আয় করেছে আইআইডিএফসি

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড দেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, যা সরকারি বেসরকারি ১০টি বাণিজ্যিক ব্যাংক, তিনটি শীর্ষস্থানীয় বীমা কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উদ্যোগে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর পরিচালনা পর্ষদ ব্যাংক খাতের প্রধান নির্বাহী, সফল উদ্যোক্তা, সরকারি বেসরকারি আর্থিক খাতের পেশাদার নেতৃত্ব নিয়ে গঠিত। আইআইডিএফসির বিভিন্ন পণ্য এবং পরিষেবা হলো করপোরেট খাতে অর্থায়ন, ক্ষুদ্র মাঝারি শিল্পে ঋণ, চলতি মূলধন ঋণ, ফ্যাক্টরিং ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স, নারী উদ্যোক্তা ঋণ, কৃষিভিত্তিক শিল্পে ঋণ, লিজ ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্সের আওতায় বাণিজ্যিক ঋণ সিন্ডিকেশন এবং ইনভেস্টমেন্ট প্রমোশন ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (আইপিএফএফ ) আওতায় শিল্প অবকাঠামো উন্নয়নে ঋণ সিন্ডিকেশন। কার্বন ফাইন্যান্সের আওতায়  আইআইডিএফসি সফলভাবে বান্ডলিং এজেন্টের কাজ সম্পন্ন করেছে এবং দেশের জন্য কার্বন রাজস্ব হিসেবে ছাব্বিশ লাখ চল্লিশ হাজার ডলার মূল্যের মোট বৈদেশিক মুদ্রা আয় করেছে। আইআইডিএফসির আওতায় ছয়টি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাইব্রিড হফম্যান কিলন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানুয়ারি ২০১৮ থেকে মার্চ ২০২০ সাল পর্যন্ত ৬৫ হাজার ৬০৩ টন কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গমন হ্রাস করেছে। ফলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে প্রতি ইউনিটে ডলার হারে লাখ ২৪ হাজার ৭৮০ ইউএস ডলার বৈদেশিক মুদ্রা (ক্রেডিট তহবিল) অর্জিত হয়েছে। সম্প্রতি আইআইডিএফসি ক্লিন ডেভেলপমেন্ট ম্যাকানিজম (সিডিএম), বাংলাদেশে ইট শিল্পে কিলন দক্ষতার উন্নয়নের জন্য পরিবেশগত উন্নয়ন বিভাগে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। গত ২৬ অক্টোবর ফিলিপাইনভিত্তিক অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউটস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এডিএফআইএপি) ৪৫তম বার্ষিক সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়। দুই সহযোগী প্রতিষ্ঠান আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের মাধ্যমে আইআইডিএফসি ফাইন্যান্স দেশের পুঁজিবাজারে সক্রিয় ভূমিকা পালন করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন