গোলটেবিল বৈঠকে ডেপুটি গভর্নর আহমেদ জালাল

ব্যাংক খাতে ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও রয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংক খাতে ক্লাউড কম্পিউটিং ব্যবহারে সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত অ্যাডপশন অব ক্লাউড কম্পিউটিং ইন ব্যাংকস: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি মন্তব্য করেন।

আহমেদ জামাল বলেন, ক্লাউড কম্পিউটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিআইবিএম গোলটেবিল আলোচনার আয়োজন করেছে এটা আনন্দের বিষয়। তথ্যপ্রযুক্তি বর্তমান ব্যাংক সেক্টরে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ক্লাউড কম্পিউটিং শুধু নতুন একটি প্রযুক্তি নয়, পাশাপাশি এটি ভিন্ন আরেকটি আঙ্গিক। গবেষণার মাধ্যমে বাংলাদেশের ব্যাংক খাতে কম খরচে ক্লাউড কম্পিউটিং ব্যবহার এর অবকাঠামো স্থাপনের দ্বার উন্মোচিত হবে। তবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করার ক্ষেত্রে আইনগত, নিরাপত্তার দিক থেকে বিভিন্ন ঝুঁকি রয়েছে। এদিকে যাওয়ার আগে ব্যাংকগুলোকে অবশ্যই এর ঝুঁকি সম্ভাবনাকে মূল্যায়ন করতে হবে।

বিআইবিএমের মহাপরিচালক . মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা, উন্নয়ন কনসালট্যান্সি) সহযোগী অধ্যাপক . আশরাফ আল মামুন। গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম। গবেষণা দলে অন্যদের মধ্যে রয়েছেন বিআইবিএমের সহকারী অধ্যাপক মো. ফয়সাল হাসান বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট (যুগ্ম পরিচালক) এসএম তোফায়েল আহমেদ। 

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন বিআইবিএমের . মোজাফফর আহমদ (চেয়ার প্রফেসর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক . বরকত--খোদা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (প্রোগ্রামিং) দেবদুলাল রায়, মেঘনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সিআইও শ্যামল বোরান দাশ। গোলটেবিল বৈঠকে সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষকরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন