কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

সিএসআরের ৫% অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিলে দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের শতাংশ অর্থ এখন থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান হিসেবে জমা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ গতকাল -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের কপি দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তহবিলের আকার বাড়াতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিএসআর খাতের বরাদ্দের শতাংশ অর্থ তহবিলে অনুদান হিসেবে জমার সিদ্ধান্ত হয়েছে। অর্থ দেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিরবচ্ছিন্ন করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ উপযোগী মানবসম্পদ গঠনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে। চলতি বছর সিএসআর খাতে যে বাজেট ধরা হবে তার শতাংশ অর্থ আগামী বছরের ৩০ মের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তহবিলে জমা দিতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে অর্থাৎ ছয় মাসে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ৬৩৪ কোটি টাকা সিএসআর খাতে ব্যয় করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন