জাতীয় আয়কর দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’—স্লোগানকে ধারণ করে সারা দেশে জাতীয় আয়কর দিবস-২০২২ উদযাপনের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। দেশে ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হলেও ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বরকে আয়কর দিবস হিসেবে বেছে নিয়েছে এনবিআর। এদিন ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ারও শেষ দিন।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারো জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপিত হওয়া তিনি আনন্দ প্রকাশ করেছেন এবং করদাতা আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি যারা বছর সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন তাদেরও অভিনন্দন জানিয়েছেন সরকারপ্রধান।

এদিকে যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’—প্রতিপাদ্যে জাতীয় আয়কর দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করেছে এনবিআর। সেমিনারে প্রধান অতিথি থাকবেন মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক মোহম্মদ মুসলিম চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন