সংবর্ধনায় স্বাস্থ্যমন্ত্রী

আমরা শূন্য হাতে কভিড মোকাবেলা শুরু করেছি

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থাপনা কঠিন ছিল। এক রকম শূন্য হাতে করোনা মোকাবেলা শুরু করেছি। সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর একটি হোটেলে গতকাল কভিড-১৯ মোকাবেলায় সম্মুখযোদ্ধাদের সম্মানে রোডম্যাপ টু রেসিলিয়েন্স অনুষ্ঠানে তিনি কথা বলেন।

সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী, বেসরকারি চিকিৎসা খাত গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য, শিক্ষা পরিবারকল্যাণ বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন