
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রী হত্যার দায়ে কোবাদ আলী ওরফে কুবেদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোবাদ আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর-মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৮ জুলাই কোবাদ তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেন।
হাসপাতালে নেয়ার পথে মারা যান আয়েশা বেগম।