কভিড-১৯

একজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত বেড়ে ২৯

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে এখন পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩২ জনে। মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ সোমবার ৩ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১২ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৬৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১ জন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭২ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন