দিনাজপুরে ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে রুটিন দায়িত্বে প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা

দিনাজপুর প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধানমন্ত্রী হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। সেসময় রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। আজ সোমবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, খুনিদের বিচার চাওয়া আইন করে নিষিদ্ধ করেছিল, তারা্দেই শকে জঙ্গিবাদের ঘাঁটিতে পরিণত করেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল তাদের হাতে দেশ এবং দেশের স্বাধীনতা নিরাপদ হতে পারে না।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষ, স্বল্পআয়ের মানুষ কষ্টে আছে। তাদের কাছে যান, বিএনপি-জামাতের আমলে ১৫ আগস্ট, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, ২১ আগস্ট ট্রাজেডি, বাংলা ভাই, সারাদেশে একসাথে বোমা বিস্ফোরণের কথা মানুষের কাছে তুলে ধরেন। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১২ বছরে দেশে ৬ লেন রাস্তা, ফ্লাইওভার, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মাসেতু, করোনা মহামারিতে দেশের মানুষের জীবন রক্ষায় বিনা পয়সায় ভ্যাকসিন প্রদানসহ যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, সকালে দিনাজপুর গোর এ শহীদ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে সভাপতি, অ্যাডভোকেট তৌহিদুল হক এবং আজিজুল ইমাম চৌধুরীকে সহ-সভাপতি, আলতাফুজ্জামান চৌধুরী মিতাকে সাধারণ সম্পাদক, শাহ্ ইয়াজদান মার্শাল এবং ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন