সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মেডিক্যাল হেলথ ক্যাম্প হাসিমুখের

বণিক বার্তা অনলাইন

সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি মেডিক্যাল হেলথ ক্যাম্প আয়োজন্ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা। সেনোরা কনফিডেন্সের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে পরীবাগ, হাতিরপুল বাংলামোটর এলাকার বস্তিবাসী সুবিধাবঞ্চিত শিশু তাদের পিতা-মাতাসহ প্রায় ৩৫০ জনের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা,  প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রজনন যৌন স্বাস্থ্য এবং মাসিক স্বাস্থ্য স্বাস্থ্যবিধি, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি বিষয়ের উপর সেশন অনুষ্ঠিত হয়েছে

‘আমরা আপনার কথা শুনছি’ শিরোনামে নারীদের জন্য সামাজিক সচেতনতা এবং নারীর বিরুদ্ধে সহিংসতার উপর একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মিতি সানজানা।

রাজধানীর নর্থ সার্কুলার রোডে অবস্থিত মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিক্যাল হেলথ ক্যাম্পটি গত শনিবার বেলা একটায় শুরু হয় প্রথমে হাসিমুখের চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতার উপর একটি সেশন অনুষ্ঠিত হয় সেশনটি পরিচালনা করেন ডাঃ মানসী সাহা সেশনটি শেষ হলে হাসিমুখের শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৩৫০ জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয় এই কার্যক্রমটি পরিচালনা করেন জন চিকিৎসক হাসিমুখের স্বেচ্ছাসেবকবৃন্দ এরপর কিশোর কিশোরীদের জন্য প্রজনন যৌন স্বাস্থ্য এবং মাসিক স্বাস্থ্য স্বাস্থ্যবিধি, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতার সেশন অনুষ্ঠিত হয়

মেডিক্যাল হেলথ ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, সেফটি নেটের কান্ট্রি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ হাসান আবদুল্লাহ, কুজুকু ট্রাস্টের তারিক ভুঁইয়া (জুন) হাসিমুখের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, হাসিমুখের শুভেচ্ছা দূত জনপ্রিয় অভিনেত্রী মডেল ফারজিন ফিরোজ নোভা আরো উপস্থিত ছিলেন হাসিমুখের   শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ডক্টর মোঃ রিয়াজুল হক সহ আরো অনেকে

হাসিমুখের সহপ্রতিষ্ঠাতা সভাপতি নুসরাত একা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, আমরা দীর্ঘ দিন যাবত বস্তিবাসী সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে স্বাস্থ্যকর অভ্যাস এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের প্রাথমিক চিকিৎসা সেবা এবং সামাজিক সমস্যা রোধে এই দিক নির্দেশনামুলক আলোচনা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিশেষ ভুমিকা পালন করবে মেডিক্যাল ক্যাম্পটি সফল করার ক্ষেত্রে যারা বিভিন্ন ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন

উল্লেখ্য যে, মেডিক্যাল হেলথ ক্যাম্পটিতে স্বেচ্ছাসেবক সম্মানিত অতিথিবৃন্দ এবং সুবিধাভোগীসহ প্রায় ৪৫০ জন মানুষের সমাগম ঘটে মেডিক্যাল হেলথ ক্যাম্পে অংশ নেয়া ২৬৫ জন কিশোরী নারীর মাঝে সেনোরা কনফিডেন্সের সৌজন্যে ২২০০ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন