বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচটি ইংরেজি ও স্প্যানিশ ভাষাভাষি অঞ্চলে দেখেছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার দর্শক। মার্কিন টেলিভিশনে এটি তৃতীয় সর্বোচ্চ দর্শক আকর্ষণকারী ফুটবল ম্যাচ হিসেবে স্থান করে নিয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ম্যাচটি স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ২টায় শুরু হয়েছিল। এতে দু’দল ড্র করে। ফক্সের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষায় ম্যাচটি ১ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার দর্শক দেখেছে। এই সংখ্যা ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ায় ইতালি ও ব্রাজিলের মধ্যকার ফাইনাল খেলার দর্শকের তুলনায় ৬ শতাংশ বেশি। ওই বছর এবিসি চ্যানেলে ম্যাচটি ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার দর্শক দেখেছিল।
কমকাস্ট কর্পোরেশনের এনবিসিইউনিভার্সালের সম্প্রচারমাধ্যম টেলিমুন্ডোতে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ডের খেলা ৪৬ লাখ মার্কিনি দেখেছে। এটি স্প্যানিশ ভাষায় যুক্তরাষ্ট্রে তৃতীয় সর্বাধিক দর্শক আকর্ষণকারী ম্যাচ ছিল। ২০১৪ সালে পর্তুগালের সঙ্গে ড্র করা যুক্তরাষ্ট্রের ম্যাচটি ইউনিভিশন চ্যানেলে ৬৫ লাখ দর্শক দেখেছিল।
মিডিয়া কোম্পানি নিয়েলসনের মতে, যুক্তরাষ্ট্রের টেলিভিশনে দর্শকসংখ্যার বিচারে আরো দুটি বড় ম্যাচ রয়েছে। ২০১৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির জয়ের ম্যাচটি দেখেছিল ২ কোটি ২৬ লাখ ৭০ হাজার দর্শক। এছাড়া ২০১০ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে স্পেনের জয়ের ম্যাচটি ২ কোটি ১৩ লাখ ৬০ হাজার দর্শক দেখেছিল।