
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে অষ্টম দফা নিষেধাজ্ঞায় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল
বিকালে জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের ২৭ নভেম্বরের চিঠির আলোকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা ৪ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।