ভয়েস স্ট্যাটাস আপডেট আনবে হোয়াটসঅ্যাপ

বণিক বার্তা ডেস্ক

আইওএস বা অ্যান্ড্রয়েড সব প্লাটফর্মের ব্যবহারকারীদের সুবিধা দিতে বিভিন্ন ফিচার আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে এবার আইওএসের বেটা ভার্সনে নতুন আরেকটি ফিচার আনতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। এটি হচ্ছে ভয়েস স্ট্যাটাস আপডেট। খবর গিজমোচায়না।

ওয়াবেটাইনফোর কাছ থেকে তথ্যা জানা গিয়েছে। প্লাটফর্মটি আইওএস বেটায় নতুন ফিচারটি দেখতে পায়। প্রকাশিত প্রতিবেদনে ফিচার-সংক্রান্ত তথ্যসহ স্ক্রিনশট দেয়া হয়েছে। সেখানকার তথ্যানুযায়ী, ইনস্ট্যান্ট মেসেজিংয়ের প্লাটফর্মটি ব্যবহারকারীদের অ্যাপে ৩০ সেকেন্ডের বেশি ভয়েস স্ট্যাটাস যুক্ত করার সুবিধা দিচ্ছে। অন্যান্য ব্যবহারকারী ডান দিকের নিচে মাইক্রোফোন আইকনসহ স্ট্যাটাস দেখতে পারবে। এটি অনেকটা স্বতন্ত্র বা গ্রুপ কথোপকথনের মতো।

সাধারণত স্ট্যাটাস অপশনে ব্যবহারকারী কোনো ছবি বা ভিডিও শেয়ার করলে তা দেখা যায়। নতুন ফিচার যুক্ত হলে আরো একটি ইন্টারেকশন পদ্ধতি যুক্ত হবে। যারা বেটা প্রোগ্রামে অংশ নিয়েছে শুধু তারাই বেটা ভার্সনটি ব্যবহার করতে পারছে। সাধারণত স্ট্যাটাস আপডেট ২৪ ঘণ্টা পর্যন্ত টাইমলাইনে থাকে। ভয়েস স্ট্যাটাসের ক্ষেত্রেও রকম সুবিধা দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্ড্রয়েড বেটা অ্যাপ ভার্সনেও ফিচারটি দেখা গেছে। পাশাপাশি মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটি আরো কিছু ফিচার নিয়ে কাজ করছে। তবে সেগুলো এখনো পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন