
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের কাছে সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৯ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সধারণ সভা (এজিএম) করেছে কোম্পানিটি। ডিএসইতে গতকাল মেঘনা লাইফের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬২ টাকা ৮০ পয়সা।