দায়বদ্ধতা থেকেই সাব্বিরের তথ্যচিত্র

ফিচার প্রতিবেদক

মীর সাব্বির

দেশের বাইরে কাজ করতে যেতে চান, এমন মানুষের সংখ্যা কম নয়। যারা দেশের বাইরে যেতে চান, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আগ্রহী, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। সচেতনতার পাশাপাশি দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা নিয়ে তৈরি করা তথ্যচিত্রটির দৈর্ঘ্য আট মিনিট। নাম ‘রেমিট্যান্স যোদ্ধা’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য মীর সাব্বিরের নিজের করা। এরই মধ্যে এটি নির্মাণের কাজ শেষ হয়েছে। এ নিয়ে মীর সাব্বির বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি নানা সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকি। শুধু অংশগ্রহণ বললে ভুল হবে, নিজেও সেসব কর্মকাণ্ডে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত থাকি। আমি মনে করি একজন শিল্পী হিসেবে শুধু নাটকের মধ্য দিয়েই নয়, সরাসরি মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের পাশে থেকে তাদের জন্য নানাভাবে এগিয়ে যেতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন