ইকুয়েটোরিয়াল গিনির নির্বাচন

৯৫ শতাংশ ভোটে আবারো প্রেসিডেন্ট থিওডোর

বণিক বার্তা ডেস্ক

ইকুয়েটোরিয়াল গিনির পুনর্নির্বাচনে ৯৫ শতাংশ ভোট পেয়ে আবারো প্রেসিডেন্ট হলেন থিওডোর ওবিয়াং এনগুয়েমা। ২০ নভেম্বরের নির্বাচনে তার দল ডেমোক্রেটিক পার্টি অব ইকুয়েটোরিয়াল গিনি (পিডিজিই) জোট সিনেটের সম্পূর্ণ পার্লামেন্টের নিম্নকক্ষের ১০০টি আসনে জয় পেয়েছে। তার পুত্র ভাইস প্রেসিডেন্ট থিওডোর এনগুয়েমা ওবিয়াং মাঙ্গু এক টুইট বার্তায় তথ্য নিশ্চিত করেন।

জয়ের মাধ্যমে ষষ্ঠ মেয়াদে প্রেসিডেন্ট পদে আসীন হলেন ৮০ বছর বয়সী থিওডোর। এদিকে জয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক হিসেবে নিজের অবস্থানকে আরো শক্তিশালী করছেন থিওডোর। তবে বার্তা সংস্থা রয়টার্স ভাইস প্রেসিডেন্টের দাবির সত্যতার বিষয়ে তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। টুইট বার্তায় তিনি আরো বলেন, জয়ের ফল আবারো শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আমাদের সঠিক প্রমাণিত করেছে। পিডিজিই জোট সিনেটের ৫৫টি আসন পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের ১০০টি আসনে জয় পেয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন