দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ান প্রেসিডেন্ট

বণিক বার্তা ডেস্ক

তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধান পদ থেকে সরে দাঁড়ালেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। সম্প্রতি স্থানীয় নির্বাচনে জনসমর্থন আদায়ে ব্যর্থ হওয়ায় শনিবার পদত্যাগ করেন তিনি। তবে পদ থেকে সরে দাঁড়ালেও ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সাই। খবর রয়টার্স।

নির্বাচনে ডিপিপির প্রধান বিরোধী দল ছিল কুমিনটাং (কেএমটি) দেশটির রাজধানী তাইপেসহ ২১টি শহরের মধ্যে ১৩টিতে জয়ী হয়েছে চীনপন্থী হিসেবে পরিচিত কেএমটি। অন্যদিকে ডিপিপি মাত্র পাঁচটিতে জয় পেয়েছে।

এক সংবাদ সম্মেলনে সাই ইং-ওয়েন বলেন, নির্বাচনকে স্থানীয় ভোট হিসেবেই বিবেচনা করতে চাই। বিশ্ব দেখছে কীভাবে চীনের সামরিক মহড়ার সময়েও তাইওয়ান দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নির্বাচনের ফল আমাদের প্রত্যাশাকে ব্যর্থ করেছে। তবু দেশের নাগরিকদের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন