
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে আগাম জাতীয় নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আন্দোলনের অংশ হিসেবে তার দল দেশটির সবক’টি প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবে বলেও ঘোষণা দেন তিনি। শনিবার রাওয়ালপিন্ডির সমাবেশে পিটিআই দলের চেয়ারম্যান এ ঘোষণা দেন। তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় ইসলামাবাদ মুখে লংমার্চ কর্মসূচি বন্ধ করা হচ্ছে। গত ২৮ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করে পিটিআই। আলজাজিরা