কাতারের মাঠে মরক্কান জাদু চলছেই

ক্রীড়া প্রতিবেদক

গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে প্রথম ম্যাচে গোলশূন্য রুখে দেয় মরক্কো। আফ্রিকান-আরব দেশটির সেই ড্র যে আকষ্মিক পাওয়া কোনো সাফল্য নয় তা আরেকবার প্রমাণ হলো আজ। দোহার আল থুমামা স্টেডিয়ামে বিশ্বের দুই নম্বর র্যাংকধারী দল বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে চমক দেখাল দলটি। এই জয়ে তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো।

 

৭৩ মিনিটে আবদেলহামিদ সাবিরির গোলে লিড নেয়া মরক্কো যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জাকারিয়া আবুখলালের কল্যাণে পেয়ে যায় দ্বিতীয় গোল। বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়ার ভুলের সুযোগ নিয়ে সাবিরির সুইং করা ফ্রি-কিক প্রবেশ করে জালে। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক ফুটবল খেলা মরক্কো প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রাখে শেষ পর্যন্ত। তারই ধারাবাহিকতায় আসে দ্বিতীয় গোল। হাকিম জিয়েখের পুল ব্যাকে বল পেয়ে বল জালে জড়িয়ে দেন আবুখলাল।

 

বিশ্বকাপে একবারই নকআউট পর্বে খেলেছে মরক্কো, তা হলো ১৯৮৬ সালের মেক্সিকো আসরে। সেবার শেষ ষোলো থেকে বিদায় নেয় আরবরা। এবার কাতারে তারে সামনে নকআউটের হাতছানি। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট, বেলজিয়ামের ৩। আগামী শুক্রবার একই মাঠে কানাডার বিপক্ষে মাত্র এক পয়েন্ট পেলেই তারা উঠে যাবে নকআউট পর্বে।

 

অন্যদিকে, আজকের হারে বিপদে পড়ল তারকাখচিত বেলজিয়াম। নকআউট পর্বে যেতে হলে শুক্রবার শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হবে রবার্তো মার্টিনেজের দলকে, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন