জাপানি রূপকথা থামাল স্পেনে বিধ্বস্ত সেই কোস্টারিকা

ক্রীড়া প্রতিবেদক

জার্মানিকে হারিয়ে চমক দেখানো জাপানের দারুণ সুযোগ ছিল কোস্টারিকাকে হারিয়ে আজই কাতার বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার। কিন্তু স্পেনের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত কোস্টারিকার কাছে উল্টো হেরেই বসল ব্লু সামুরাইরা। জাপানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

 

আল রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৮১ মিনিটে কোস্টারিকার জয়সূচক গোল করেন কেইশার ফুলার।

 

জার্মানির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নেয়া জাপান আজ কোস্টারিকার শক্ত ডিফেন্সের মুখে পড়ে। ডিফেন্সের পাশাপাশি আগের ম্যাচে সাত গোল হজম করা গোলকিপার কেইলর নাভাসও এদিন দুর্দান্ত পারফর্ম করেন।

 

আজ জয় পাওয়ার পর কোস্টারিকানদের উদযাপনই যেন শেষ হচ্ছিল না। কারণ স্পেনের কাছে লজ্জাজনক হারের পর বিরাট স্বস্তির এই জয়। নাভাসদের বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে গেল আজ।

 

দুই ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ তিন পয়েন্ট। স্পেন এক ম্যাচে কিন পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে, যারা আজ রাতে মুখোমুখি হবে জার্মানির।

 

বৃহস্পতিবার স্পেনের মুখোমুখি হবে জাপান, আর কোস্টারিকা খেলবে জার্মানির বিপক্ষে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন