উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রবীন্দ্রসংগীত উৎসব সংগীত জগতকে সমৃদ্ধ করে

নিজস্ব প্রতিবেদক

দুদিনের রবীন্দ্রসংগীত উৎসব উদ্বোধন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এ ধরনের আয়োজন আমাদের সংগীত জগতকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন মাত্রা যোগ করে।

আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা প্রতিবারের মতো এবারও রবীন্দ্রসংগীত উৎসব আয়োজন করেছে। তাদের এ অসাধারণ আয়োজনকে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাচিক শিল্পী আশরাফুল আলম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী রফিকুল আলমকে সম্মাননা দেয়া হয়। তাদের অভিনন্দন জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকরা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন। এ সম্মাননা প্রশংসনীয়।

এ সময় প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংগঠনটিকে দুই লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা করেন।

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক পীযুষ বড়ুয়া। অনুভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত শিল্পী আশরাফুল আলম ও রফিকুল আলম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন